Saturday, September 27, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিনোদন'করিশ্মার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ উধাও টাকা'
Karishma Kapoor

‘করিশ্মার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ উধাও টাকা’

ওয়েব ডেস্ক: চলতি বছরের জুন মাসে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর প্রয়াত হবার পর থেকেই তার সম্পত্তি নিয়ে আইনি যুদ্ধ শুরু হয়েছে। গণমাধ্যমে এ খবর বেশ কিছুদিন ধরে ফলাও করে প্রকাশিত হচ্ছে। যদিও সঞ্জয় কাপুরের অন্তিম যাত্রায় পরিবারের সকলেই একত্রিত হয়েছিলেন।
তারপরেই শুরু হয় সঞ্জয় বিপুল সম্পত্তি নিয়ে জটিলতা।

আরও পড়ুন:পুজোর আবহে প্রকাশ পেল রঘু ডাকাত, কেমন হল ছবি?

প্রসঙ্গত,গলায় মৌমাছি ঢুকে গল্ফ মাঠেই হৃদরোগে আক্রান্ত ও মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী ব্যবসায়ী সঞ্জয় কাপুরের। স্বাভাবিকভাবেই প্রাক্তনের মৃত্য়ুতে ভেঙে পড়েছিলেন করিশ্মা। তারপর খবরে আসে, সঞ্জয়ের কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে পরিবারে নানা জটিলতা। সঞ্জয়ের বর্তমান স্ত্রী পিয়া সচদেবের সঙ্গে সম্পত্তি নিয়ে করিশ্মার ঠান্ডা লড়াইয়ের খবরও ছড়িয়ে পড়েছিল।
প্রথম পক্ষের স্ত্রী করিশমা কাপুরের সন্তান সামাইরা ও কিয়ান তাদের প্রয়াত বাবার সম্পত্তির অংশ দাবি করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কাঠগোড়ায় উঠেছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব।
গতকাল হঠাৎ শুক্রবার আদালতে শুনানি চলাকালীন সঞ্জয় এর বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুর তার স্বামীর সম্পত্তির তালিকা গোপন খামে করে জমা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। তারপরেই করিশ্মা- সঞ্জয়ের দুই সন্তানের সিনিয়র আইনজীবী মহেশ জেঠমালানি উইলের নথিটি ‘নকল’ বলে দাবি করেন। আদালত দুপক্ষের বক্তব্য শোনার পর প্রিয়া কাপুরকে সিল করা কাভারে সম্পত্তির তালিকা আদালতে জমা দেওয়ার আদেশ দেন। আইনজীবী আরও দাবি করেন করিশ্মা কাপুরের ব্যাংক অ্যাকাউন্টে আর কিছুই পড়ে নেই। ফাঁকা হয়ে গিয়েছে। ‘করিশ্মার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ উধাও টাকা’
অন্যদিকে প্রিয়া কাপুরের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট আদালতে আবেদন জানিয়েছেন যে জমা দেওয়া সম্পত্তির বিবরণ যেন প্রকাশ্যে না আসে। তিনি বলেন, আদালত যদি এটি কার্যকর করতে চায় তবে এটা আদালতের হাতেই কিন্তু অন্তত আদালতের বাইরে যেন কেউ এই মামলা নিয়ে আলোচনা না করে।
অন্যদিকে কারিশমার সন্তানদের আইনজীবী পাল্টা জানান যে উভয় পক্ষই প্রকাশ্যেই মামলা নিয়ে কথা বলছে। জেঠমালানি আমি জানান তারা দাবি করছে যে বাচ্চাদের আরকে ট্রাস্টে ১০০০৯০০ টাকা কোটি টাকার অংশীদার আছে,যার সাথে ব্যক্তিগত সম্পত্তির এই মামলার কোন সম্পর্ক নেই।
বিচারপতি জ্যোতি সিং সবকিছু চোখের আড়ালে রাখলে যে উভয়পক্ষে দিয়ে সুবিধে হবে এবং কিভাবে এই গোপনীয়তা নিশ্চিত করা যায় তা জানতে চান। অবশ্য জেট মালানি তীব্র বিরোধিতা করেন এবং বলেন এই মামলায় গোপনীয়তা হলো এমন একটি আবরণ যার আড়ালে সম্পত্তি নষ্ট করে ফেলা হবে। কারণ সম্পত্তি সম্পর্কে কিছুই জানানো হয়নি। তার অভিযোগ প্রিয়া কাপুর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন! দুই ব্যাংক একাউন্ট খালি করে দেয়া হয়েছে এবং একটি কোম্পানির ৬% শেয়ার নিজের নামে করে নিয়েছেন।

Read More

Latest News